বই নিয়ে একটু আলাপ…
প্রেমচিন্তা কি শুধুই ভালোবাসার মানুষটিকে নিয়েই আবর্তিত হতে হবে? নাকি প্রেমচিন্তা মানুষকে উদ্বুদ্ধ করতে পারে দার্শনিক হতে, ভাবতে? মানুষকে শেখাতে পারে প্রশ্ন করতে? সমাজ কাঠামোকে চ্যালেঞ্জ করতে? মানুষকে ভাবাতে পারে এই মহাবিশ্বের অস্তিত্ব নিয়ে, অস্তিত্বের কারণ নিয়ে, স্রষ্টাকে নিয়ে? মানুষকে কি প্রেমচিন্তা একজন ন্যায়ের পথের যোদ্ধা বানাতে পারে না? সমাজের জুলুমগুলোর মোকাবেলায় শিরদাঁড়া শক্ত করে দাঁড় করাতে পারবে না প্রেমচিন্তা?
প্রেমের কবিতাগুলো কি সবসময় কঠিন কঠিন ভাষার হতে হবে? আমাদের কৃষক, মজদুরদের ভাষায় কি প্রেমের কবিতা হতে পারে না? আমাদের বাংলার মায়ের মাটির ঘ্রাণের ভাষায় কি কবিতা হতে পারে না? কবিতা পড়ে কি মুখ ভারী করে বসে থাকতে হবে? কোনো সান্ধ্য চায়ের আড্ডায় কি শুধু একটু হাসার জন্য, ভালোবাসার জন্য সহজ সহজ কবিতা হতে পারে না?
আপনার হাতের বইয়ের কবিতাগুলো এই প্রশ্নগুলোর সমাধানে ব্রতী একটি বুদ্ধিবৃত্তিক প্রকল্প। তবে ব্যস্ত এই নগরজীবনে কবিতাগুলো যদি আপনাকে একটু হাসায় আর একটু ভাবায় তবে কবির কাজটি সার্থক।
Your review is awaiting approval
dfggl9
Your review is awaiting approval
7cjinl
Your review is awaiting approval
ex7xts
Your review is awaiting approval
rnal1m