“আলোর পরশ” বইয়ের প্রথম ফ্ল্যাপের লেখা:
সৃষ্টির অপার রহস্য, অপরূপ শােভা, অনুপম সৌন্দর্য নিহিত আছে সারা দুনিয়া জুড়ে। ভ্রমণ পিয়াসীরা ভ্রমণের মধ্য দিয়ে সেই সৌন্দর্য স্বচক্ষে দেখেন, অনুভব করেন। ইসলামের পাঁচটি রােকনের অন্যতম রােকন হজব্রত পালনের মাধ্যমে সেই ভ্রমণ পিয়াসী অন্তর লাভ করতে পারে আরও বেশি পূর্ণতা। যেখানে কেটেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব, যে সকল স্থানে তিনি কখনও পদব্রজে, কখনও উটের পিঠে চড়ে বহু কষ্ট সয়ে, বিধর্মীদের নির্মম অত্যচার সহ্য করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলাম প্রচার করেছেন, আলাের পথ দেখিয়ে গিয়েছেন তাঁর প্রিয় উম্মতদের জন্য এবং শত বাধা বিপত্তি ডিঙ্গিয়ে ইসলামের পতাকা স্থাপন করে গেছেন মুসলিম বিশ্বে। এমন স্থান স্বচক্ষে দেখার সপ্ত বাসনা মনের মাঝে থাকবে এটাই স্বাভাবিক। মন প্রাণ দিয়ে চাইলে আল্লাহ রাব্বল আলামিন অবশ্যই তা কবুল করেন। – কাওসার পারভীন