“স্বাধীনতার সাত সূর্য” বইয়ের ফ্ল্যাপের লেখা:
মানুষ একটি বিদ্যালয়ের অনুগামী। যে বিদ্যালয় থেকে কিছু না কিছু শিক্ষা কেড়ে নিয়ে আসে। তারপর সে যদি সেটা মানুষের মাঝে উপস্থাপন করে তখন। সার্থক হয় সেই শিক্ষাঙ্গনের মানুষ তিনটি জায়গা থেকে জ্ঞান অর্জন করে থাকে প্রকৃতি, পারিবারিক, প্রাতিষ্ঠানিক শিক্ষা। যখন আমরা বিদ্যালয়ে পড়েছি, শিখেছি অনেক কবিতা, গল্প, লেখকের পরিচয়। আর প্রকৃতিতে দেখেছি বসন্তকালের কোকিলের ডাক, বর্ষায় ভেজা মাঠ ঘাট। । যারা স্বরণ রাখে লাখাে মানুষের রক্তের বিনিময়ে এই দেশ। ভালােবাসে দেশকে। সেই মানুষগুলাের প্রতিচ্ছবি।
মানুষ একটি বিদ্যালয়ের অনুগামী। যে বিদ্যালয় থেকে কিছু না কিছু শিক্ষা কেড়ে নিয়ে আসে। তারপর সে যদি সেটা মানুষের মাঝে উপস্থাপন করে তখন। সার্থক হয় সেই শিক্ষাঙ্গনের মানুষ তিনটি জায়গা থেকে জ্ঞান অর্জন করে থাকে প্রকৃতি, পারিবারিক, প্রাতিষ্ঠানিক শিক্ষা। যখন আমরা বিদ্যালয়ে পড়েছি, শিখেছি অনেক কবিতা, গল্প, লেখকের পরিচয়। আর প্রকৃতিতে দেখেছি বসন্তকালের কোকিলের ডাক, বর্ষায় ভেজা মাঠ ঘাট। । যারা স্বরণ রাখে লাখাে মানুষের রক্তের বিনিময়ে এই দেশ। ভালােবাসে দেশকে। সেই মানুষগুলাের প্রতিচ্ছবি।





Your review is awaiting approval
https://t.me/s/iGaming_live/4866
Your review is awaiting approval
https://t.me/officials_pokerdom/3845