Look Inside
ছুটির দিন বলে দেরিতে ঘুম থেকে উঠেছেন আজ সােবহান সাহেব। সকালের নাস্তা শেষে চায়ের কাপ আর দৈনিক পত্রিকাটা হাতে নিয়ে বেডরুম লাগােয়া বড় বারান্দাটায় এসে বসতে না বসতেই লাল টুকটুকে একটি বল হাতে ছুটে এলাে সাত বছরের মেয়ে সিলভি।