বাবা-মায়ের একমাত্র মেয়ে নিহা। পল্লী গ্রামের পরিবারে জন্ম গ্রহণ করলেও সকলের আদর যত্নে বেড়ে উঠতে থাকে। ধীরে ধীরে সকলে তার মেধার পরিচয় পেতে থাকে। খুব ভালো রেজাল্ট করে মাধ্যমিক পাশ করে নিহা। পল্লী গ্রামের নিয়মে নিহার বিয়ে হয়ে যায়। শুরু হয় সংসার জীবন। সংসারের নানা ধরনের সুখ-দু:খ নিয়ে এগিয়ে চলে নিহা এগিয়ে চলে নির্মম নিয়তির দিকে।