আমি জানি অন্ধকার কতটা গাঢ়, কতটা ভয়ানক। সেই সময়টা আমি পেরিয়ে এসেছি। তারপর একসময় জয়ী হয়েছি। আমি জানি তুমিও একদিন জয়ী হবে। আমি জানিনা তোমার হতাশার ধরন আমার মতো কিনা, আমার জানা নেই তুমি আর আমি একই কারণে হতাশ ছিলাম কিনা। কিন্তু আমি তোমাকে একা ছাড়তে চাই না। আমি একা ছিলাম। এই যুদ্ধ তাই আমার জন্য কঠিন হয়ে গিয়েছিল। আমি তোমাকে জটিলতার মধ্যে দিয়ে যেতে দেবো না। আমি ছায়ার মতো তোমার পাশে থাকব।
আমার চাওয়াকে পূর্ণতা দিতেই আমি তোমার তোমার জন্য এই বইটি লিখেছি। এই বইটি তোমাকে পথের দিশা দেখাবে বলেই আমার বিশ্বাস। আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করেছি এই বইটিতে। তুমি বইটি পড়ে নিজেকে সাহস দেবে। চেষ্টা করবে অন্ধকার থেকে নিজেকে সরিয়ে আনার জন্য। আমি নিশ্চিত তুমি তা করতে পারবে। তোমার জয় আসলে প্রকারান্তে আমারই জয়। কেননা, আমি চাই তুমি জীবনের এই যুদ্ধে জয়ী হও। অতএব, কখনোই আশাহত হবে না। হাল ছাড়বে না। জয় তোমার হবেই হবে। শুরু করা যাক আলোর পথে যাত্রা হে আমার বন্ধু…





Your review is awaiting approval
https://t.me/s/Irwin_officials